
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অলি (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেন, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন,সাদেক ও বাপ্পী। সাদেককে চট্রগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করে র্যাব ও বাপ্পীকে টঙ্গী পশ্চিম থানাধীন গাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন,বাপ্পীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রধান আসামি সাদেকের বাসার ছাদ থেকে নিহত অলি মিয়ার খন্ডিত মাথা উদ্ধার করা হয়।নিহত অলি মিয়া নরসিংদী জেলার সদর থানার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। সে টঙ্গী এলাকায় স্ত্রী শাহানা বেগম ও দুই ছেলে ও এক মেয়ে নিয়ে গত বছর ধরে গাজীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। গত শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানি হাউজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।