
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পুলিশের একটি চৌকস অভিযানে দল দুর্ধর্ষ ডাকাতচক্রকে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও একটি মোটরসাইকেলসহ লুটকৃত নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ১৩ আগষ্ট বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান গাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। ওসি আমিনুল ইসলাম জানান,গত রোববার ভোর রাতে গাছা থানাধীন কলমেশ্বর রোকেয়া স্মরণী স্কুল রোড এলাকার একটি বাসায় সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ১১-১২ জনের একটি ডাকাত দল ঘরের ভিতর ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার, দামি ঘড়ি, মোবাইলসহ সর্বমোট প্রায় ৯ লাখ ৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে সোমবার ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে, গাছা থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে জিএমপি কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এর নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান পরিচালনা করেন। প্রথমে মাধবদী থানার দিঘীরপাড় ও রাইনাদী এলাকা থেকে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন মোঃ শামীম (৩৫), মোঃ মোশরাফ (৪২), জাহিদুল ইসলাম মানিক, মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০), আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০), শাহদাত হোসেন শীতল (১৯), কুমিল্লা, বর্তমানে দক্ষিণখান। তাদেরকে উত্তরার দক্ষিণ খান, নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার সাবল, দুটি ধারালো দা’ ও নগদ এক লাখ ৫৫ হাজার লুটের টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে গাছা থানা পুলিশ। জিএমপি সূত্র জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গাছা থানার অফিসার ইনচার্জ আরো জানান, এই ডাকাত চক্রটি সংঘবদ্ধ ভাবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ডাকাত চক্রকে গ্রেফতারের বিষয়টি জনমনে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন ও জিএমপির এ সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।