
বরগুনা প্রতিনিধিঃ-
বরগুনা সদর উপজেলার পুরাকাটা গ্রামে পায়রা নদীর স্লুইস গেটে জোয়ারের স্রোতকে কাজে লাগিয়ে অভিনবভাবে বিদ্যুৎ উৎপাদন করছেন স্থানীয় জ্বালানি তেল বিক্রেতা মো. মনিরুল ইসলাম। নিজের ওয়ার্কশপে তৈরি বিশেষ যন্ত্র পানির চাপে ঘুরে সেই গতিকে রূপান্তর করছে বিদ্যুতে। কোনো জ্বালানি খরচ ছাড়াই এই বিদ্যুতে একসাথে জ্বলছে অর্ধশতাধিক বাতি।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, দিনে দু’বার জোয়ারের সময় নদীর পানির স্রোত বেড়ে যায়। এর ফলে ২৪ ঘণ্টায় ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ এখন গ্রামীণ উন্নয়নের এক অনুপ্রেরণার গল্পে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ছগির হোসেন বলেন, “আমরা আগে ভাবতেও পারিনি নদীর স্রোত দিয়ে আমাদের গ্রাম আলোয় ভরে উঠবে। মনির ভাই সত্যিই অসাধারণ কাজ করেছেন।”
ওয়ার্কশপ মেকানিক মো. জাহিদ জানান, “এটি খুবই সাশ্রয়ী একটি পদ্ধতি। বড় আকারে বাস্তবায়ন হলে খরচ আরও কমবে এবং অনেক বেশি মানুষ উপকৃত হবে।”
মনিরুল ইসলাম বলেন, “মাত্র তিন মাসের প্রচেষ্টায় এবং প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে এই প্রযুক্তি বাস্তবায়ন করতে পেরেছি। গ্রামবাসীর সমর্থন ও উৎসাহ আমাকে শক্তি দিয়েছে। আমি বিশ্বাস করি, এই প্রযুক্তি দেশের জন্য সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। পর্যাপ্ত সুযোগ ও সহযোগিতা পেলে দেশের যেকোনো স্রোতধারায় এই প্রযুক্তি ব্যবহার করে বিনামূল্যে গ্রাম আলোকিত করা সম্ভব।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, “মনিরুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি থাকলে সীমিত সম্পদ দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগে সহযোগিতার সুযোগ থাকলে আমরা অবশ্যই পাশে থাকব।”