
মো: মাসুদুর রহমান – কালিয়াকৈর (গাজীপুর)জেলা প্রতিনিধিঃ-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে গাজীপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বকশির নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জুন) সকালে গাজীপুর চৌরাস্তা বাইপাস মোড়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কোনাবাড়ী, আমবাগ, সাকাশ্বর বাজার, মধ্যপাড়া ইউপি, জামালপুর চৌরাস্তা বাজার, চা বাগান বাজার, সোনাতলা বাজার, ফুলবাড়িয়া বাজার,চাপাই ইউনিয়ন , বলিয়াদি, কালিয়াকৈর বাজার, চান্দরা হয়ে সফিপুর বাজার প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রাটি গাজীপুর ১ আসনের গুরুত্বপূর্ণ প্রায় ১০০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে সফিপুর বাজারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় প্রায় দুই হাজার মোটরসাইকেল আরোহী।
শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগরের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর মহানগরী সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গাজীপুর জেলার জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শফিউদ্দিন,কালিয়াকৈর উপজেলার আমির, মো: বেলাল হোসেন সরকার, কালিয়াকৈর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আহসান হাবিব গাজীপুর-১ আসনের কর্ণদার, অভিভাবক, শাহ আলম বকশির ও অন্যান্য নেতৃবৃন্দ ।