
খায়রুল ইসলাম | স্টাফ রিপোর্টার |
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলির ধাক্কায় লাকী নামের ২৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ২ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাদনি পুকুর গ্রামের তিন মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকী একই গ্রামের আবু মূসার মেয়ে। প্রতক্ষ্যদর্শিরা জানান, চান্দর থেকে ইট বোঝায় একটি পাওয়ার ট্রলি কলেজ রোড হয়ে ইসলাম পুরের দিকে যাচ্ছিল, হঠাৎ গাড়িটি কাদনি পুকুরের তিন মাথায় পৌঁছালে, প্রতিবন্ধী ও মানুষিক ভারসাম্যহীন মেয়ে বিপরীত দিক থেকে এসে গাড়ির চাকার নিচে পড়ে যায়।এতে সে ঘটনাস্থলেই মারা যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।