
নওগাঁ প্রতিনিধি|
নওগাঁর দুর্গাপুরে ৩১ দফার দাবিনামা নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সকালে উপজেলার রমজানের মোড়, হাজির বাগান, সিও অফিস বাজার, বিহারী কলোনি বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিন।
দিনভর স্থানীয় নেতাকর্মীরা দলে দলে বিভিন্ন এলাকায় যান, সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফা কর্মসূচির মূল দিকগুলো ব্যাখ্যা করেন। বাজার, মোড় ও পাড়া-মহল্লায় দাঁড়িয়ে পথচারীদের সঙ্গেও তারা কথা বলেন, স্থানীয় সমস্যা ও জাতীয় ইস্যু নিয়ে মতবিনিময় করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে আগ্রহ দেখা গেছে। অনেকে থেমে কর্মসূচির বিষয়বস্তু মনোযোগ দিয়ে পড়েন, কেউ কেউ তুহিনের সঙ্গে সরাসরি আলোচনা করেন। রাজনৈতিক পরিবেশও ছিল শান্তিপূর্ণ ও প্রাণবন্ত। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর এভাবে মাঠে নেমে নেতাকর্মীদের সরাসরি কথা বলতে দেখা গেল, যা নির্বাচনী আবহে নতুন গতি এনে দিয়েছে।