
জহরুল ইসলাম (জীবন) হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকান্ড ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ১৮ টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সকাল ১১ টায় পরিষদ চত্বরে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ এসব ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এক বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার একটি চেক হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত সামিয়েল মাডি ও ইউনিয়ন চেয়ারম্যানগণ।
হরিপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত।
“আমি কন্যাশিশু-স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষক দপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে সকাল ১০ টায় পরিষদ চত্ব থেকে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেত্রীবর্গ বক্তব্য রখেন।