
খায়রুল ইসলাম, স্টাফ রিপোর্টার |
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর-বগুড়াগামী যাত্রীবাহী বাস মোস্তারি পরিবহনে তল্লাশী করে মাদক কারবারি দোলনা বেগম(৩৫) এর কাছে
অভিনব কায়দায় রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করেছে থানা পুলিশ।
আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস,আই সেলিম রেজা,এস,আই তাহসিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন। আটককৃত দোলনা বেগম, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়ার আল হেলাল ওরফে দুলু খন্দকারের মেয়ে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।