
নওগাঁ প্রতিনিধি |
নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১২ এ নভেম্বর উপজেলার ভারশো ইউনিয়নের বাঁকা পুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আশরাফুলের স্ত্রী আক্তার বানু গুরুতর আহত হন। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী আশরাফুল ইসলাম বাদী হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বৈকাল ৪ ঘটিকার সময় পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বাক-বিতন্ডা একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিবাদী আজিজুল ইসলাম, বাসের লাঠি দিয়ে তার ছোট ভাই এর স্ত্রী আক্তার বানু কে পিটিয়ে গুরুতর যখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী দশমী রানী বলেন, আজিজুর তার ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করেছে বড় ভাই হয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে মারছে বিষয়টা দুঃখজনক। এ ধরনের আচরণে সুষ্ঠু বিচার হওয়া দরকার। ভুক্তভোগীর ছেলের স্ত্রী আরিফা খাতুন জানান, কোন কারণ ছাড়াই পূর্ব শত্রুতা জের ধরে আমার শাশুড়িকে পিটিয়ে যখম করেছে আমরা তার বিচার চাই। বাদী আশরাফুল ইসলাম বলেন আমি আমার ছেলে কেউ বাড়িতে থাকি না আমার বড় ভাই বিনা কারণে আমার স্ত্রীর গায়ে অন্যায় ভাবে হাত তুলেছে আমরা তার যথাযথ বিচার চাই। এ ঘটনায় বিবাদী আজিজুল ইসলাম বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় তাকে লাঠি দিয়ে দুটি বাড়ি দিয়েছি বলে ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বেপারে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আবু রায়হান বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।