
মোঃ মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ বাজার কাঁচা মাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি, অবৈধ সদস্য অন্তর্ভুক্তি এবং নিয়ম বহির্ভূতভাবে নির্বাচন পরিচালনার অভিযোগে নওগাঁ শহরের খুচরা কাঁচা বাজার মাঠে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় সভার আহবান করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান।
সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটি সমিতির বিধিবিধান লঙ্ঘন করে অবৈধ সদস্য ভর্তি, আর্থিক অনিয়মসহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। এতে সমিতির স্বচ্ছতা ক্ষুণ্ন হচ্ছে এবং প্রকৃত ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ব্যাহত হচ্ছে বলেও তারা দাবি করেন।
সভায় উপস্থিত ছিলেন সমিতির বর্তমান কমিটির সহসভাপতি বাবলু মোল্লা, কার্যনির্বাহী সদস্য বাবলু সরদার, রেজাউল করিম বাচ্চু, শ্রী সুপধ সরকার, সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম নান্টু, সাবেক কার্যনির্বাহী সদস্য সামছুর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী নেতা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি আরমান আলী শেখ। তিনি বলেন, “সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ হতে হবে। নিয়মবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা একমত পোষণ করে বলেন, অবিলম্বে সমিতির অনিয়ম তদন্ত, অবৈধ সদস্যপদ বাতিল এবং নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সমিতির সব কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার আহ্বান জানান তারা।
সভা শেষে এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন আয়োজকরা।