
জেলা প্রতিনিধি সাতক্ষীরা |
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য করার জন্য যা কিছু করার দরকার আমি তাই করবো।
বৃষ্পতিবার (২০ নভেম্বরর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সুধিজনদের সাথে মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক এবং সুধীজন বক্তব্য রাখেন। সভায় জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জেলার সার্বিক বিষয় নিয়ে তাৎপযপূণ আলোচনা করেন।
সমবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা একটি নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি। দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় জেলা সাতক্ষীরার মানুষ শান্তি প্রিয় এবং সৃজনশীল। সাতক্ষীরা জেলার ইতিহাস- ঐতিহ্য গর্বের। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এ জেলার দুর্নাম হয়।