জাহাঙ্গীর আলম, কাশিমপুর প্রতিনিধি |
মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরীফের প্রতি কটূক্তি, ব্যঙ্গাত্মক বক্তব্য ও অবমাননাকর আচরণের প্রতিবাদে এবং অভিযুক্ত বাউল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করে গাজীপুর মহানগরের কাশিমপুরে গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় কাশিমপুরের হাজী মার্কেট এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
বক্তারা বলেন, গত ২২ নভেম্বর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে বাউল সরকার প্রকাশ্যে আল্লাহ ও পবিত্র কোরআনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তারা অভিযোগ করেন, তিনি কোরআনের অপব্যাখ্যা করে ঘৃণ্য আচরণ করেছেন, যা কোনোভাবেই বরদাশতযোগ্য নয়।
বক্তারা দাবি জানিয়ে বলেন, রাষ্ট্র যেন আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুততম সময়ে বিচার কার্য সম্পন্ন করে। তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
কর্মসূচিতে বক্তারা জাতীয়ভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং ইসলামের প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।