হাসমত, স্টাফ রিপোর্টার |
গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মেয়র মজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কোনাবাড়ি ৭-১২ পর্যন্ত সকল ওয়ার্ডে । শুক্রবার (০৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় কোনাবাড়ীর বাইমাইল মিনার মসজিদ সংলগ্ন কাশেম কটন ১ নম্বর গেটের সামনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
১২ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনের এ সভায় এলাকাবাসীসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মজিবুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ হাদ্রিস আলী সরকার, সভাপতি, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। জনাব মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন
জনাব মোঃ আমজাদ হোসেন সরকার, সভাপতি, ১২ নং ওয়ার্ড বিএনপি
সঞ্চালনায় ছিলেন
জনাব মোঃ আরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক, ১২ নং ওয়ার্ড বিএনপি
আরো উপস্থিত ছিলেন, আমজাদ হোসেন সরকার, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
সভায় বক্তারা বলেন, গাজীপুর-১ আসনের জনগণ ধানের শীষের প্রতি আস্থা রাখে এবং পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিএনপি যে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন ভোটার যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।
অতিথিরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ঐক্য ধরে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণা আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের দাবি-দাওয়া, সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো মাঠপর্যায়ে তুলে ধরতে নেতাকর্মীদের তৎপর থাকার পরামর্শ দেন।
প্রধান অতিথি ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান বলেন,
“গাজীপুর-১ আসন বিএনপির ঘাঁটি। জনগণ এই আসনে পরিবর্তন চায়। আমি মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সব সেক্টরে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। ভোটে বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।” আমি নির্বাচিত হতে পারলে জনগণ আমার কাছে আসতে হবে না আমি নিজে জনগণের কাছে গিয়ে জনগনের সেবা করব। এই কোনাবাড়ীতে আমার অফিস থাকবে কোনাবাড়ির সমস্যা কোনাবাড়িতে বসে সমাধান করব।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং একটি স্বচ্ছ-জবাবদিহিমূলক প্রশাসন গঠনের লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান।
এলাকাবাসীর উচ্ছ্বাস
মতবিনিময় সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও তরুণ ভোটাররা বিএনপি প্রার্থীর প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং পরিবর্তনের আশা ব্যক্ত করেন।