জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: শিবপুর–মালঞ্চা (মধুপুর) এলাকার পুরাতন জামে মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমের লক্ষ্যে আয়োজিত বিরাট ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই ধর্মীয় মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ধর্মীয় আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন—মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি সমাজ গঠনের কেন্দ্র। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত রাখতে মসজিদভিত্তিক কার্যক্রম জোরদার করা জরুরি।
তিনি আরও বলেন, মসজিদের উন্নয়ন ও ধর্মীয় শিক্ষা বিস্তারে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন এবং এ ধরনের ধর্মীয় উদ্যোগে তিনি সবসময় পাশে থাকবেন।ইসলামী জলসায় স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।