জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চিয়ারগাঁও গ্রামে চিয়ারগাঁও ইসলামী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জামে মসজিদ উন্নয়নকল্পে আয়োজিত দিনব্যাপী ওয়াজ মাহফিল ও তিনতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) দিনের বেলায় অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন—মসজিদ হচ্ছে মুসলমানদের ঈমানি চেতনা ও নৈতিকতা গঠনের কেন্দ্র। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তিনি মসজিদভিত্তিক শিক্ষা ও সামাজিক উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।
তিনতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
ওয়াজ মাহফিল শেষে চিয়ারগাঁও গ্রামের কলোনি জামে মসজিদের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন নিজ হাতে করেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ সময় স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয়দের অংশগ্রহণ
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।