জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ী খানকাহ্ শরীফ বায়তুন নুর জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) আয়োজিত এই ধর্মীয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, পবিত্র কুরআনের শিক্ষা মানুষের ব্যক্তি জীবন ও সামাজিক জীবনে শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অপরিসীম ভূমিকা রাখে। কুরআনের আলোকে জীবন পরিচালিত হলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, তাফসীরুল কুরআন মাহফিল নতুন প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তুলতে সহায়ক এবং নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে কার্যকর ভূমিকা পালন করে।
বিপুল উপস্থিতি ও মোনাজাত
মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।