গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মাঝামাঝি এলাকার রেললাইনের পাশে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মাঝামাঝি এলাকার রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন তারা। তাদের ধারণা, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে, দুপুর পর্যন্ত কেউ তাকে শনাক্ত করতে পারেননি।
রেলপথের কিম্যান জাহাঙ্গীর বলেন, ‘সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে জানান। আমি ঘটনাস্থলে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করি।’
শ্রীপুরে কর্তব্যরত স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘স্টেশনের উত্তর দিকে গাড়ারণ এলাকায় রেললাইনের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।’
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শত (এএসআই) রমিজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।