গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাহেব বাজার এলাকায় অবস্থিত একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় পৌর এলাকার সাহেব বাজার সংলগ্ন টেংলাবাড়ী এলাকার মাহিম–মাইশা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় পরিচালিত আল-আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্রের নাম হাবিবুল্লাহ (১২)। সে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদের ছেলে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাবিবুল্লাহ মাদ্রাসার টয়লেটে প্রবেশ করে। কিন্তু প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেলেও সে টয়লেট থেকে বের না হওয়ায় অন্যান্য শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে বিষয়টি তারা মাদ্রাসার শিক্ষকদের অবহিত করে।
পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ টয়লেটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান, হাবিবুল্লাহ টয়লেটের রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। এ ঘটনায় মাদ্রাসা ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ঘটনাস্থলে পৌঁছে নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দীন বলেন,
“সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।