সাইদুল প্রধান|গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি|
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা পল্লিবিদ্যুৎ ইকোটেক্স গার্মেন্টস এর দক্ষিণ পাশে।
তিনতলা একটি ভবন থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পাশের অন্য আরেকটি টিনসেট বাড়ির গেইটের উপরে পরে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানাযায়- মৃত ব্যাক্তি যে বিল্ডিং থেকে বিদ্যুৎ পৃষ্ঠ নিচে পরে মারা গেছেন। তিনি আজকেও প্রতিদিনের মতো কাজে গিয়েছিলেন। কাজ শেষে বেলকুনিতে আসেন। তারপাশেই বিদ্যুৎ এর হাইভোল্টেজ লাইনে সকখেয়ে ভোর ৫.৩০মিঃ এর দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
পরে খবর পেয়ে ঘটনা স্থলে আসেন কালিয়াকৈর থানার পুলিশ কর্মকর্তা এস আই মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি বা তথ্য যেটি পেয়েছি এই মহিলা পাশের বিল্ডিং এ মেসে রান্নার কাজ করতো। কোন কারনে বিদ্যুৎ এর সক খেয়ে নিচে পরে পাশের আরেকটি বাড়ির গেইডে ঝুলে আছে। তার দেহের বেশিরভাগ অংশ পুরে ঝলসে গেছে। বারির মালিক কেউরেই আমরা পাইনি। লাশের অভিভাবকের উপস্থিতে আপাতত লাশ আমরা থানায় নিচ্ছি আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।