খায়রুল ইসলাম, স্টাফ রিপোর্টার |
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডা. আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামে এ খেলায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মশিউর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসাইন সরকার, নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী মিয়া, সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারী ও সহকারী অধ্যাপক আশরাফুল আলম রাজু, বাইতুল মাল সেক্রেটারী মাওলানা শেখ ফরিদ, প্রচার সেক্রেটারী মাওলানা মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান শেখ, জামায়াতে ইসলামী ওলামা বিভাগের মাওলানা আব্দুস সালাম নাটোরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু আল মাহামুদ চিনু, জামায়াতে ইসলামী আইন-আদালত বিভাগের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা আই,বিএম ডাব্লু এফ এর সভাপতি আব্দুর রশিদ,সাধারন সম্পাদক শামীম সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী আবু আল মামুন, শুরা ও কর্ম পরিষদ মাওলানা রেজাউল করিম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাজহারুল ইসলাম।
এ ফাইনালে কোচাশহর একাদশ ২ – ১ গোল ব্যবধানে শাখাহার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল হিসেবে কোচাশহর একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৩৫ হাজার টাকা এবং পরাজিত দল হিসেবে শাখাহার একাদশকে রানার্সআপ ট্রফি ও ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

খেলায় প্রধান রেফারির দ্বায়িত্ব পালন করেন রেজাউল করিম এবং সহকারী রেফারির ছিলেন হাবলু ও সুমন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন রবিউল ইসলাম ও রফিকুল ইসলাম। খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক স্টেডিয়ামে আসেন।

গোবিন্দগঞ্জ শহীদ জুয়েল রানা স্টেডিয়ামে ডা. আব্দুর রহিম সরকার আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাখাহার ইউনিয়ন একাদশ ০১ বনাম কোচাশহর ইউনিয়ন একাদশ ০২ গোল দিয়ে জয় লাভ করে ।