রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার মরদেহ দাফন সম্পন্ন
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের হারবাইদ এলাকার বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় হারবাইদ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
গাজীপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পূবাইল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে মিয়া বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার ও জানাযা নামাজে উপস্থিত ছিলেন,পূবাইল থানার এসআই রুহুল আমীন , বীর মুক্তিযোদ্ধা, খোরশেদ আলম , বীর মুক্তিযোদ্ধা জামির পাঠান ,প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বকুল তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম আনোয়ার হোসেন বকুল দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।