সেনাবাহিনীর যৌথ অভিযানে আড়াইহাজারে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটক ৬

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা এলাকায় আজ ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে।

আজ সকালে পরিচালিত এ অভিযানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১০ রাউন্ড পিস্তল এমুনিশন, ৫ রাউন্ড শটগান এমুনিশন, ৮টি ককটেল বোমা, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারত।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।