সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন রংধনু সমাজ কল্যাণ সংঘ কতৃক আয়োজিত ১৩/০১/২০২৬ তারিখে মিলটন কিনসের নাগা তান্দুরি রেস্টুরেন্টে এক সাধারন সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংঘটনের উপদেষ্টা নাসির উদ্দিন কামাল, সভা সঞ্চালনা করেন সংঘটনের সাবেক সাংঘঠনিক সম্পাধক শাহাদত করিম রাজন।
উক্ত সভার দুইটি এজেন্ডা নির্ধারন করা হয়
১: সংঘটনের কাজ আরোও গতিশীল করার লক্ষ্য রংধনু সমাজ কল্যান সংঘের যুক্তরাজ্য কমিটি ঘটন।
২: যুক্তরাজ্য সদস্যবৃন্দের মাসিক চাঁদা আদায় আরো জোরদার এবং সদস্যদের একটিভ করা।
কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভা শুরু হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংঘটনের ইউকে সদস্যবৃন্দ জনাব খসরুজ্জামান খসরু,নাসির উদ্দিন কামাল, রুকন উদ্দিন, মতিউর রহমান চৌধুরী এহিয়া, জামাল উদ্দিন নোমান, আনোয়ার হোসেন, আলি হায়দার, আলি আযম,লায়েক উদ্দিন লাভু,কনর উদ্দিন, সায়েম আহমদ চৌধুরী,আজমল, নেসার, মারুফ,সাহান, শাহাদত করিম রাজন, সাব্বির আহমদ, রকিব খান, রুহেল আহমদ, আলাউদ্দিন, জুবেল আহমদ,মিজানুর সুহেল প্রমুখ।
সভায় সদস্যবৃন্দ বক্তব্য প্রদানের মাধ্যমে সংঘটনের কাজ গতিশীল করার বিভিন্ন পরিকল্পনা এবং দিকনির্দেশনা দেন।
সভায় সকলের সম্মতিতে ১০ সদস্য বিশিষ্ট রংধনু সমাজ কল্যাণ সংঘ ইউকে কার্যকরী কমিটি ঘটন করা হয়।
২০২৬-২০২৮ দুইবছর মেয়াদী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন,
সভাপতি : মতিউর রহমান চৌধুরী এহিয়া।
সহ-সভাপতি : এনায়েত আহমদ।
সাধারণ-সম্পাধক: আনোয়ার হোসেন।
সহ-সাধারন সম্পাধক :
মোহাম্মদ আলাউদ্দিন।
সহ-সাধারন সম্পাধক : জুবেল আহমদ।
কোষাধ্যক্ষ: রকিব খান।
সাংঘঠনিক সম্পাধক : শাহাদাত করিম রাজন।
সহ-সাংঘঠনিক সম্পাধক : রুহেল আহমদ।
প্রচার-সম্পাধক : মিজানুর রহমান সুহেল।
সহ-প্রচার সম্পাধক : সাব্বির আহমদ।
উপদেষ্টা মন্ডলী:১.নাছির উদ্দিন কামাল২.খসরুজ্জামান খসরু ৩.কনর উদ্দিন। ৪.রুকন উদ্দিন। ৫.আলী হায়দার। ৬.জামাল উদ্দিন নোমান।
৭.লায়েক উদ্দিন লাভু।
২০২৬-২০২৮ দুই বছর মেয়াদী কমিটি ঘোষনা করা এবং সকল সদস্যবৃন্দকে মাসিক চাঁদা সময়মত পরিশোধের অনুরোধ করে বক্তব্য রেখে সভার সমাপ্তি করেন সভার সভাপতি নাছির উদ্দিন কামাল।
সভা শেষে সবাই একসাথে মধ্যাহ্নভোজ করেন এবং উক্তসভা এক মিলন মেলায় পরিণত হয়।
মিজানুর রহমান সুহেল
প্রচার-সম্পাধক (ইউকে)
রংধনু সমাজ কল্যাণ সংঘ
রেজি: ৯৯/৬০২