কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে আটক করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (রাত) প্রায় ১১টার দিকে অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁনপাড়া এলাকায়। এ সময় খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে অংশ নেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হক, এসআই মহিউদ্দিন ভূঞা, এসআই শফিকুল ইসলাম রাজা, এএসআই দেবু মজুদার, এএসআই আলাউদ্দিনসহ থানার সঙ্গীয় পুলিশ ফোর্স।

থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্রের উৎস অনুসন্ধান এবং ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।