সিসিডিবি এমএফপি দেবোত্তর শাখা অফিস কর্তৃক আয়োজিত শীর্তাত মাসুষের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়েছে। 

আজ ১৪ জানুয়ারি বুধবার সকালে সিসিডিবি এমএফপি দেবোত্তর শাখা অফিস কক্ষে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন এলাকা সমন্বয়কারী গৌতম কুমার সেন, শাখা ব্যবস্থাপক মো: সেলিম হোসেন।এসময় সিসিডিবি এমএফপি শাখা অফিসের হিসাব রক্ষক শফিকুল ইসলাম, মাঠ সংগঠক তরিকুল ইসলাম ফিরোজ আলী, সাজ্জাদ হোসেন, হাসান আলী, পিয়ন শাকিল, নাজমুল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় এলাকা সমন্বয়কারি গৌতম কুমার সেন বলেন, অসহায় দুস্থ্য ও শীর্তাত মানুষের মাঝে মোট ৪০৫ জনের মাঝে শীত বস্তু বিতরণ করা হয়েছে। এর মধ্যে দেবোত্তর শাখায় ১২৫ জন, মুলাডুলি শাখায় ১৪০ জন এবং জালালপুর শাখায় ১৪০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন গরিব-অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে বসবাস করে সমাজের ছিন্নমূল মানুষেরা। গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে জন্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন সিসিডিবি কর্তৃপক্ষ।

শীত বস্ত্র বিতরণকালে শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন বলেন, প্রতি বছরই আমরা সিসিডিবির উদ্যোগে শর্তাতদের মধ্যে কম্বল বিতরণ করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমরা অসহায় মানুষের পাশে শীত নিবারনের জন্য দাঁড়িয়েছেন সিসিডিবি কর্তৃকপক্ষ।

শীতের কষ্ট সেই বুঝ যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।

কম্বল হাতে পেয়ে নাসরিন, শামেলা, হালিমা সহ অনেকেই আবেগফুল্লু হয়ে বলেন,৷ এই শীতে কেউ আমাদের কম্বল দেয় না। সিসিডিবি সাহেবরা আমাদের কম্বল দিছে আমরা সবাই খুশি এবং আনান্দিত এজন্য সিসিডিবি স্যারদের ধন্যবাদ জানাই।